Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd মার্চ ২০১৫

বোয়েসেল

বোয়েসেল বিদেশে কর্মী প্রেরণের জন্য বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন রিক্রুটমেন্ট এজেন্সি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদেশে দক্ষ এবং স্বল্প দক্ষ কর্মী প্রেরণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে ১৯৮৪ সালে বোয়েসেল প্রতিষ্ঠা করে। অন্যান্য রিক্রুটিংএজেন্সির তুলনায় পারষ্পরিক বিশ্বাসের ভিত্তিতে উন্নয়ন সহযোগী হিসেবে সঠিক সেবা প্রদান এবং অভিবাসন ব্যয় হ্রাসের জন্য এ প্রতিষ্ঠান গঠন করা হয়। বোয়েসেল প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল সঠিক কাজের জন্য সঠিক কর্মী নিয়োগে বিদেশী নিয়োগকর্তাকে সহায়তা প্রদান। বোয়েসেল নির্বাচিত কর্মীর নিকট হতে নালাভ নাক্ষতি’র ভিত্তিতে সেবাফি গ্রহণ করে থাকে।

স্বচ্ছতা এবং নিরাপদ অভিবাসনের নিমিত্ত বেসরকারি রিক্রুটিং এজেন্সিসমূহের মধ্যে সুস্থ ও পেশাগত প্রতিযোগিতা সৃষ্টির উদ্দেশ্যে সরকার এ ধরণের কোম্পানী প্রতিষ্ঠা করেছে।

বোয়েসেল ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে স্বল্প অভিবাসন ব্যয়ে বিদেশে কর্মী প্রেরণে বদ্ধ পরিকর এবং ন্যূনতম অভিবাসন ব্যয়ে বিদেশে কর্মী প্রেরণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বোয়েসেল নামক কোম্পানী প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল সততা, দক্ষতা এবং দ্রুততার সাথে বিদেশী নিয়োগকর্তার চাহিদা অনুযায়ী কর্মী নিয়োগ করা, যেন নিয়োগকর্তা সঠিক কর্মী নিয়োগে আস্থা পান। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন


Share with :

Facebook Facebook